প্রিন্ট তারিখঃ Nov 6, 2025 ইং |
প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
ইউসুফ আলী ॥
“শিক্ষাই হচ্ছে মনের চোখ, শিক্ষাই অন্যায়-অত্যাচার দূর করার সবচেয়ে বড় শক্তি। তাই শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর।” — মন্তব্য করেছেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণের যে সুযোগ ইসলাম ও মানবধর্মে রয়েছে, সেটিই আজকের সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি। “আসুন আমরা নীতি-নৈতিকতা দিয়ে এই সমাজ ও দেশকে সুন্দর করে গড়ে তুলি”— যোগ করেন তিনি।
৫ অক্টোবর (রোববার) সকালে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এন. শাহজাহান সিদ্দিক।
“মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকের ভূমিকা” শীর্ষক আলোচনায় মুখ্য বক্তা ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ আব্দুর রাজ্জাক, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুরের সভাপতি ও মাইনুল হাসান মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম, বিজুল দারুলহুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোঃ নুরুল ইসলাম, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম এবং দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বুলবুল আহমেদ প্রমুখ।
আলোচকরা বলেন, বর্তমান যুগে জীবনমুখী শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। শিক্ষার্থীদের মাঝে জ্ঞানপিপাসা সৃষ্টি করা একজন আদর্শ শিক্ষকের অন্যতম দায়িত্ব।
সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ বলেন, “মানসম্মত শিক্ষাই জাতির উন্নতির প্রধান মাধ্যম। আমাদের দেশের বিশাল জনসংখ্যা একটি শক্তিশালী সম্পদ, যদি তাদের মানসম্মত শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করা যায়, তবে বাংলাদেশ বিশ্ববাজারে সম্মানজনক অবস্থান অর্জন করবে।”
আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক ফারহানা কুইন, এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চেহেলগাজী শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ সাকরিনা বেগম, দিনাজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।