Logo
প্রিন্ট তারিখঃ Nov 5, 2025 ইং | প্রকাশের তারিখঃ Oct 18, 2025 ইং

দিনাজপুরে বিশ্ব হাত ধোয়া দিবসে র‌্যালি ও সচেতনতামূলক সভা

Post Image

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুরে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

র‌্যালিটি বাদ্যযন্ত্রসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, “হাত ধোয়া শুধু স্বাস্থ্যবিধি নয়, এটি একটি জীবন রক্ষাকারী অভ্যাস। শিশুদের মধ্যে এই অভ্যাস গড়ে তুলতে হলে পরিবার, বিদ্যালয় ও সমাজকে একযোগে কাজ করতে হবে।”

স্বাগত বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মুরাদ হোসেন। তিনি বলেন, “পরিষ্কার পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিই পারে রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা, সহকারী কমিশনারবৃন্দ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সদর উপজেলার সহকারী প্রকৌশলী মো. মনজুরুল ইসলাম, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

আয়োজকরা জানান, বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে এই কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জীবাণু সংক্রমণ প্রতিরোধে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে।


© সকল কিছুর স্বত্বাধিকারঃ Time's of Dinajpur
🖨️ প্রিন্ট করুন 💾 সেভ করুন