Time's Of Dinajpur
প্রকাশের তারিখ: Oct 12, 2025 ইং
দিনাজপুরের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক মেলা যার নাম ‘বউমেলা’। এই মেলায় শুধুমাত্র নারীদের প্রবেশাধিকার রয়েছে, পুরুষদের প্রবেশ নিষিদ্ধ। মঙ্গলবার (৭ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজার পরদিন ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামের সর্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে দিনব্যাপী এই ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় বসে শতাধিক দোকান, যেখানে নারীদের প্রসাধনী, হস্তশিল্প, গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী, শিশুদের খেলনা ও নানা ধরনের খাবারসামগ্রী পাওয়া যায়। বিক্রেতাদের মধ্যে পুরুষ থাকলেও দর্শনার্থী ও ক্রেতা হিসেবে শুধুমাত্র নারীরাই প্রবেশ করতে পারেন। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মূল মেলা। মেলার বাইরে দেখা যায় উৎসুক পুরুষ দর্শনার্থীরা, যারা স্ত্রী বা সন্তানদের সঙ্গে এসেছেন, কিন্তু নিজে প্রবেশ করেননি।
সুজাপুর গ্রামের রেনু রায় বলেন, এই মেলা আমাদের নারীদের জন্য। দূরদূরান্ত থেকে আত্মীয়স্বজন আসেন, ভাব বিনিময় হয়, এটা যেন এক মিলনমেলা। আরেক দর্শনার্থী ঝর্ণা মুখার্জি জানান, আমরা অনেককিছু কিনেছি, ভালো লাগে এই মেলাতে। কোনও সমস্যা হয় না। তবে স্বামীকে বাইরে রেখে আসতে হয়।
পুরুষ দর্শনার্থীদের মধ্যে নিহাল রায় বলেন, আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে এসেছি, আমি বাইরে অপেক্ষা করছি। মেলা খুবই শান্তিপূর্ণ।
মেলার আয়োজক ও সুজাপুর সর্বজনীন দুর্গামন্দির পরিচালনা কমিটির সভাপতি অশেষ রঞ্জন দাস জানান, অনেক বছর আগে জমিদার বিমল বাবু এই মেলার সূচনা করেন। ৬৬ বছর ধরে এই মেলা চলে আসছে। এটি আমাদের স্থানীয় ঐতিহ্য। সাধারণ সম্পাদক গৌর চন্দ্র সরকার বলেন, সন্ধ্যা ৭টার পর পুরুষদের প্রবেশের সুযোগ দেওয়া হয়। নিরাপত্তায় থাকে পুলিশ ও স্বেচ্ছাসেবক দল।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মহিব্বুল জানান, মেলার নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন ছিল। শান্তিপূর্ণভাবে মেলা শেষ হয়েছে।