Time's Of Dinajpur
প্রকাশের তারিখ: Nov 4, 2025 ইং
ছবির ক্যাপশন: বিএনপি প্রার্থী মনজুরুলকে বীরগঞ্জ-কাহারোলে গণসংবর্ধনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর মো. মনজুরুল ইসলাম তার নির্বাচনী এলাকায় ফিরে এসেছেন।
তার এই প্রত্যাবর্তনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয় এবং তার সংবর্ধনাটি সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ রাজনৈতিক শোডাউনে পরিণত হয়। গতকাল দলীয় মনোনয়নের চিঠি পাওয়ার পর ঢাকা থেকে রওনা হয়ে তিনি দুপুর আড়াইটার দিকে দিনাজপুর দশমাইল মোড়ে পৌঁছান।
তাকে বরণ করে নিতে বীরগঞ্জ ও কাহারোল উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অগণিত নেতাকর্মী সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে দশমাইল মোড়ে সমবেত হতে থাকেন, যা এক পর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়।
এ সময় বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা ও র্যালী সহকারে নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে বরণ করে নেন। দশমাইল মোড়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন। এরপর বিশাল গাড়িবহরটি কাহারোল মোড়ে পৌঁছালে সেখানেও তিনি অপেক্ষমাণ জনতার উদ্দেশ্যে ভাষণ দেন।
সবশেষে, শোভাযাত্রাটি বীরগঞ্জ উপজেলা সদরে পৌঁছালে কলেজ গেটের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি প্রধান ও সমাপনী বক্তৃতা দেন। মো. মনজুরুল ইসলাম তার বক্তৃতায় এই মনোনয়নকে তৃণমূল নেতাকর্মীদের বিজয় হিসেবে আখ্যায়িত করে বলেন, এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম।
তিনি আসন্ন নির্বাচনকে একটি 'বড় চ্যালেঞ্জ' হিসেবে উল্লেখ করে বলেন, জনগণ 'ধানের শীষে' ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তিনি নির্বাচিত হলে বীরগঞ্জ-কাহারোলকে একটি মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন এবং বিজয় ছিনিয়ে আনতে সকল ভেদাভেদ ভুলে দলের প্রতিটি নেতাকর্মীকে নির্বাচনের দিন শেষ পর্যন্ত মাঠে থাকার জন্য জোরালো আহ্বান জানান।