ছবির ক্যাপশন: মনোনয়ন-বঞ্চনায়-চট্টগ্রাম-৪-আসনে-উত্তেজনা,-ঢাকা-চট্টগ্রাম-মহাসড়কে-অবরোধ-বিক্ষোভ
আসলাম চৌধুরীর সমর্থিত নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্তত ১৫ থেকে ২০টি স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বিক্ষোভকারীরা দাবি করেন, দীর্ঘ ৯ বছর কারাভোগকারী ও দলের প্রতি নিবেদিতপ্রাণ আসলাম চৌধুরীকে উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া অনৈতিক। তারা মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান এবং তা না মানা পর্যন্ত মহাসড়কে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
চট্টগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতা হেলাল উদ্দিন বাবর বলেন, “সীতাকুণ্ডের বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। এই মনোনয়ন তারই প্রমাণ। আমরা এর প্রতিবাদে রাজপথে আছি।”
অন্যদিকে উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন বলেন, “মনোনয়ন দেওয়া দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত। কেউ যদি এর বিরুদ্ধে অবস্থান নেয়, তা দলের শৃঙ্খলা পরিপন্থী।”
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, “বিক্ষোভের কারণে কিছুটা যানজট হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।