ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে জাগপার ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

Time's Of Dinajpur
প্রকাশের তারিখ: Oct 16, 2025 ইং
দিনাজপুরে জাগপার ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

ছবির ক্যাপশন: দিনাজপুরে জাগপার ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কর্তৃক উত্থাপিত ৭ দফা দাবির বাস্তবায়নের দাবিতে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে দলটির নেতাকর্মীরা। রোববার (১২ অক্টোবর ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হয়ে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদান করেন কেন্দ্রীয় জাগপার সহ-সভাপতি মাহাবুব আলম ননি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম। জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের হাতে স্মারকলিপিটি তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি গোলাম মোস্তফা বাপ্পী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব রহমান, দপ্তর সম্পাদক মো. জামান, সদস্য শহিদুল ইসলাম, যুব জাগপার সহ-সাধারণ সম্পাদক মো. মাহামুদ হাসান, সাংগঠনিক সম্পাদক ওয়াসেফ রহমান রাফী, জাগপা ছাত্রলীগের সভাপতি আল-আমিন শুভ এবং দিনাজপুর মহিলা জাগপার সভাপতি মোছাঃ রেণু রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

স্মারকলিপি প্রদান শেষে বক্তব্যে সৈয়দ ইমরুল কায়েস রুপম বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারের নেতৃত্বে দেশের মানুষ সংস্কার, বিচার ও গণতন্ত্রের প্রত্যাশা করে। আমরা বিশ্বাস করি, জাগপা উত্থাপিত ৭ দফা বাস্তবায়ন করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা হলে বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীলতার নতুন অধ্যায়ে প্রবেশ করবে।

জাগপার পক্ষ থেকে উত্থাপিত ৭ দফা দাবিগুলো হলো ১.জাতীয় নির্বাচনের পূর্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের উপর গণভোট আয়োজন, ২.শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার কার্যকর পদক্ষেপ গ্রহণ, ৩.আওয়ামী আমলে সংঘটিত গণহত্যা, নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমানকরণ, ৪.ভারতের সঙ্গে সম্পাদিত গোপন ও অসম চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ, ৫.জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ, ৬.উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন আয়োজন, ৭.লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন।

জাগপা নেতারা জানান, এই দাবিগুলো দেশের জনগণের পক্ষ থেকে উত্থাপিত হয়েছে এবং তা বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে। স্মারকলিপির মাধ্যমে তাঁরা আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
পোস্ট করেছেন: Time's Of Dinajpur
কমেন্ট বক্স
Time's Of Dinajpur
প্রতিবেদকের মোবাইলঃ +880

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ

Done