Time's Of Dinajpur
প্রকাশের তারিখ: Oct 22, 2025 ইং
ছবির ক্যাপশন: সাংবাদিকদেরে সাথে কথা বলছেন সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “নির্বাচন কমিশন আমাদের দেখাক কোন আইনে শাপলা প্রতীক এনসিপিকে দেওয়া যাবে না। যে কমিশন একটি রাজনৈতিক দলকে প্রতীক দিতে সৎ সাহস দেখাতে পারে না, তাদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।” তিনি আরও জানান, আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়ে অংশ নেবে এবং যদি কমিশন অন্যায় করে, তাহলে দল রাজনৈতিকভাবে তা মোকাবেলা করবে।
সারজিস আলম বলেন, এনসিপিকে শাপলা প্রতীক দিতে কোনো আইনগত বাধা নেই। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন কাউকে খুশি করার জন্য প্রতীক সংক্রান্ত সিদ্ধান্ত নিচ্ছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সাধারণ মানুষ ঠিক করবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বিতর্কের প্রভাব পড়বে কি না।” জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জুলাই সনদের আইনগত ভিত্তি থাকতে হবে। নামকাওয়াস্তে কোনো সনদ জনগণ মেনে নেবে না।”
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রধান সমন্বয়কারী ফয়সল করিম সোয়েব। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুর আহাদসহ দিনাজপুর জেলার ১৩ উপজেলার এনসিপি নেতাকর্মীরা।
সভায় বক্তারা দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আসন্ন জাতীয় নির্বাচনে প্রস্তুতির বিষয়ে মতবিনিময় করেন। এনসিপি নেতারা বলেন, জনগণের অধিকার রক্ষায় দল সবসময় সক্রিয় থাকবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ অব্যাহত রাখবে।