ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

৫ দফা দাবিতে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Time's Of Dinajpur
প্রকাশের তারিখ: Nov 3, 2025 ইং
৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল

ছবির ক্যাপশন: ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল

 ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৩টায় ইনস্টিটিউট মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  দিনাজপুর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও দিনাজপুর-২ আসনের জামায়াত মনোনিত প্রার্থী অধ্যক্ষ একেএম আফজালুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৪ আসনের জামায়াত মনোনিত প্রার্থী আফতাব উদ্দীন মোল্লা।   

দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের জামায়াত মনোনিত প্রার্থী এ্যাড. মাইনুল আলম, দিনাজপুর-১ আসনের জামায়াত মনোনিত প্রার্থী মতিউর রহমান, ইসলামী ছাত্রশিবির দিনাজপুর উত্তর জেলা সভাপতি রাসেল রানা প্রমূখ।

সমাবেশে বক্তারা পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেপ পুনরায় ইনস্টিটিউট মাঠে এসে শেষ হয়। সমাবেশে দিনাজপুর জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ শহর ও সদর উপজেলা জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পোস্ট করেছেন: Time's Of Dinajpur
কমেন্ট বক্স
Time's Of Dinajpur
প্রতিবেদকের মোবাইলঃ +880

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ

Done