Time's Of Dinajpur
প্রকাশের তারিখ: Nov 3, 2025 ইং
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫। বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং বিআরটিএ জেলা সার্কেলের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিক। প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। হেলমেট ব্যবহার, নিরাপদ গতি বজায় রাখা এবং ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। চালক, যাত্রী ও পথচারী—সবারই দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আনোয়ার হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান এবং ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহাম্মদ শরীফ। স্বাগত বক্তব্য দেন বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার এ.টি.এম ময়নুল হাসান।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. ফজলুল রশিদ, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিক ও নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি এরশাদুজ্জামান মোল্লা।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে হেলমেট বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরবর্তী সময়ে জেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।