ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে প্রথম বারের মতো আন্তর্জাতিক কেয়ারারস দিবস পালিত

Time's Of Dinajpur
প্রকাশের তারিখ: Nov 3, 2025 ইং
দিনাজপুর জেলা প্রশাসক আন্তর্জাতিক কেয়ারারস দিবস র‌্যালী উদে্বোধন করছেন

ছবির ক্যাপশন: দিনাজপুর জেলা প্রশাসক আন্তর্জাতিক কেয়ারারস দিবস র‌্যালী উদে্বোধন করছেন

প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিদের পরিচর্যাকারীদের প্রতি সম্মান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরে প্রথমবারের মতো পালিত হলো আন্তর্জাতিক কেয়ারারস দিবস-২০২৫। 

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর আয়োজনে এবং কেয়ারারস ওয়ার্ল্ডওয়াইড ও ভিটল ফাউন্ডেশনের সহযোগিতায় এই দিবসটি উদযাপন করা হয়।


দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালির উদ্বোধন করেন এবং নেতৃত্ব দেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। র‌্যালিতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন প্রতিবন্ধী ব্যক্তিদের কেয়ারার ও পরিচর্যাকারীরা। এর আগে জেলা প্রশাসন চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

র‌্যালি শেষে শিশু একাডেমী অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “প্রতিবন্ধী ও অসুস্থ মানুষের পরিচর্যা শুধু একটি দায়িত্ব নয়, এটি একটি মহৎ কাজ। এই সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব এবং সমাজেও বিশেষ মর্যাদা পাওয়া যায়।” তিনি আরও বলেন, “মানবসেবার মাধ্যমে ব্যক্তি উন্নত চরিত্রের অধিকারী হন এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।”

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মো. আসিফ ফেরদৌস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওয়াহেদ, শহর সমাজসেবা অফিসার মো. মঈনুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য প্রদান করেন সিডিডি’র এসোসিয়েট শেখ মো. আব্দুল লতিফ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিডিডি’র সাইকো-সোস্যাল কাউন্সিলর ববিতা আকতার নদী ও মো. রোকনুজ্জামান খান। প্রজেক্টরের মাধ্যমে কেয়ারারস সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরেন প্রজেক্ট ম্যানেজার মুকুল কিসকু।

শুভেচ্ছা বক্তব্যে অংশ নেন সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান লুকাস সরেন, ফাজিলপুর ইউনিয়ন পরিষদের কর্মকর্তা আজিজার রহমান, পল্লী শ্রী’র প্রজেক্ট কো-অর্ডিনেটর রওনক আরা নিপা, উদ্যোগের নির্বাহী পরিচালক উম্মে নাহার, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজারসহ অন্যান্য অতিথি ও কেয়ারারস প্রতিনিধিগণ।

আয়োজকরা জানান, দিনাজপুরে এই প্রথমবারের মতো আন্তর্জাতিক কেয়ারারস দিবস পালিত হলো, যা প্রতিবন্ধী ব্যক্তিদের সেবায় নিয়োজিতদের প্রতি সম্মান ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পোস্ট করেছেন: Time's Of Dinajpur
কমেন্ট বক্স
Time's Of Dinajpur
প্রতিবেদকের মোবাইলঃ +880

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ

Done