ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

Time's Of Dinajpur
প্রকাশের তারিখ: Nov 3, 2025 ইং

ছবির ক্যাপশন:

 “সাম্য ও সমতায়—দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগ দিনাজপুরের আয়োজনে শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়।

পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এবং জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর। এরপর জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে অপরাধ প্রবণতা কমানো সম্ভব। তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখাতে হবে।” বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার বলেন, “সমাজের প্রতিটি পেশার মানুষের গুরুত্ব আছে। সবাই একযোগে কাজ করলে দেশের অর্থনীতি সচল থাকবে।” সভাপতির বক্তব্যে জেলা সমবায় অফিসার জানান, “দিনাজপুরে ১৫৯৮টি সমবায় সমিতি রয়েছে, যার সদস্য সংখ্যা ১,৭১,২৬২ জন এবং মোট মূলধন প্রায় ২৮২ কোটি টাকা। এই বিপুল সম্পদ ব্যবহারের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার, পানি উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাট উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উপহার প্রদান করা হয়। এছাড়াও উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের ভাগ্যোন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচটি সমবায় সমিতিকে ১ লক্ষ টাকা করে মোট ৫ লক্ষ টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে কুরআন, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির বার্তা দেওয়া হয়। শেষে জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
পোস্ট করেছেন: Time's Of Dinajpur
কমেন্ট বক্স
Time's Of Dinajpur
প্রতিবেদকের মোবাইলঃ +880

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ

Done