ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে সূর্য্য দেবতাকে সন্তুষ্ট করতে ছট পূজা উদযাপন

Time's Of Dinajpur
প্রকাশের তারিখ: Nov 3, 2025 ইং
দিনাজপুরে সূর্য্য দেবতাকে সন্তুষ্ট করতে ছট পূজা উদযাপন

ছবির ক্যাপশন: দিনাজপুরে সূর্য্য দেবতাকে সন্তুষ্ট করতে ছট পূজা উদযাপন

সূর্য্য দেবতাকে সন্তুষ্ট করতে দিনাজপুরের পূর্ণভবা নদীর তীরে হাজারো পূণ্যার্থীর অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হলো সূর্য্য পূজার প্রথম দিন। সোমবার (২৭ অক্টোবর) সূর্য্যাস্তের পূর্ব মুহূর্তে পশ্চিমমুখী হয়ে এই পূজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে পূর্বমুখী হয়ে দ্বিতীয় ও শেষ দিনের পূজা অনুষ্ঠিত হবে।

স্থানীয়ভাবে ‘ছট পূজা’ নামে পরিচিত এই সূর্য্য পূজা প্রতি বছর কালীপূজার পর শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত হয়। হিন্দু ধর্মাবলম্বী হরিজন, রবিদাস ও রজক সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ নদীর তীরে সমবেত হন মনোবাসনা পূর্ণতা, আপদ-বিপদ থেকে মুক্তি এবং মানত পূরণের আশায়।

সোমবার বিকেলে কাঞ্চন ব্রিজ সংলগ্ন সাধুরঘাট এলাকায় পূর্ণার্থীরা উপবাস থেকে ফুল, প্রসাদ, বাদ্য-বাজনা ও পূজার সামগ্রী নিয়ে উপস্থিত হন। সূর্য্যাস্তের ঠিক আগে নদীতে গা ধুয়ে কোমর পানিতে দাঁড়িয়ে সূর্য্যের দিকে মুখ করে কুলায় সাজানো প্রসাদ নিয়ে পূজা করেন তারা। সূর্য্য অস্ত যাওয়ার পর সকলে বাড়ি ফিরে যান।

পরদিন মঙ্গলবার ভোরে সূর্য্যোদয়ের পূর্ব মুহূর্তে একই নিয়মে পূজা অনুষ্ঠিত হয়। সূর্য্যোদয়ের পর সূর্য্যকে প্রণাম করে নদীতে স্নান ও সরবত পান করে উপবাস ভঙ্গের মাধ্যমে পূজা সম্পন্ন হয়। এরপর পূণ্যার্থীরা একে অপরকে আবির মেখে শুভেচ্ছা জানান।

পূজায় অংশ নেওয়া বিপ্লব পদ্দার গুপ্তা, রিনা পদ্দার গুপ্তা ও রাখাল চন্দ্র দাস জানান, “সূর্য্য দেবতাকে সন্তুষ্ট করতেই আমরা প্রতি বছর এই পূজা করি। আমাদের বিশ্বাস, এই পূজার মাধ্যমে মনবাসনা পূর্ণ হয় এবং জগতের শান্তি প্রতিষ্ঠিত হয়।”

যদিও সূর্য্য পূজা মূলত হিন্দু সম্প্রদায়ের নির্দিষ্ট গোষ্ঠীর ধর্মীয় আচার, তবে দিনাজপুরের পূর্ণভবা নদীর তীরে এই উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে এক মিলনমেলায় পরিণত হয়। নদীর তীরে বসে নানা খেলনা ও খাবারের দোকান, শিশু-কিশোরদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

এই সূর্য্য পূজা শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং এটি দিনাজপুরের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি।


পোস্ট করেছেন: Time's Of Dinajpur
কমেন্ট বক্স
Time's Of Dinajpur
প্রতিবেদকের মোবাইলঃ +880

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ

Done