Time's Of Dinajpur
প্রকাশের তারিখ: Oct 25, 2025 ইং
ছবির ক্যাপশন: পাবনা মানসিক হাসপাতাল
দেশের প্রায় সোয়া চার কোটি মানসিক রোগীর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানসম্পন্ন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তরের জন্য ১ হাজার ৩৬৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এই খবরে পাবনাবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা।
সূত্র জানায়, তিন বছর মেয়াদি এই প্রকল্প বাস্তবায়িত হলে পাবনা মানসিক হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ১,০০০ করা হবে। থাকবে গবেষণা, কেস স্টাডি এবং রোগীদের পুনর্বাসনের ব্যবস্থা। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি ১৯৫৯ সালে হেমায়েতপুরে স্থানান্তরিত হয় এবং বর্তমানে এটি দেশের একমাত্র পূর্ণাঙ্গ মানসিক হাসপাতাল হিসেবে কাজ করছে।
প্রকল্পটি গ্রহণের পেছনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিশেষ উদ্যোগ ছিল বলে জানা গেছে। প্রায় দুই বছর আগে প্রস্তাবিত এই প্রকল্পটি অজ্ঞাত কারণে স্থগিত থাকলেও, পরবর্তীতে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সক্রিয় ভূমিকা নিয়ে একনেকে অনুমোদনের জন্য তা উত্তোলন করেন।
পাবনা মানসিক হাসপাতাল সূত্রে জানা যায়, দেশের মোট জনসংখ্যার প্রতি চারজনে একজন কোনো না কোনোভাবে মানসিক রোগে আক্রান্ত। অর্থাৎ প্রায় সোয়া চার কোটি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। অথচ দেশের মানসিক স্বাস্থ্যসেবার পরিকাঠামো অত্যন্ত দুর্বল। ঢাকার মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে দৈনিক মাত্র ১০০ জন রোগী চিকিৎসা নিতে পারেন, আর পাবনায় ৫০০ শয্যার হাসপাতালেও সবসময় রোগী ভর্তি থাকে।
বর্তমানে হাসপাতালটিতে ৩১ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন ২২ জন, ১১৯ জন তৃতীয় শ্রেণির কর্মচারীর স্থলে আছেন ৭২ জন এবং ১৭০ জন চতুর্থ শ্রেণির কর্মচারীর স্থলে আছেন মাত্র ৬১ জন। ফলে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ ও পুষ্টিকর খাবারেরও ঘাটতি রয়েছে।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সেলিম মোরশেদ বলেন, “একজন মানসিক রোগীর জন্য ওষুধ, সেবা ও পুষ্টি অপরিহার্য। কিন্তু তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের কোটি কোটি মানুষ চিকিৎসার আওতায় আসবে।”
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. এহিয়া কামাল জানান, “প্রকল্প অনুযায়ী শয্যা সংখ্যা ১,২০০ করার কথা থাকলেও আপাতত ১,০০০ শয্যা অনুমোদন দেওয়া হয়েছে। এটিই বড় সুখবর।”
এ বিষয়ে শামসুর রহমান শিমুল বিশ্বাস তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, দীর্ঘদিনের প্রত্যাশিত ‘মানসিক হাসপাতাল, পাবনাকে আন্তর্জাতিক মানসম্পন্ন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর প্রকল্প’ একনেকে অনুমোদন পেয়েছে। এটি বাস্তবায়িত হলে দেশের মানসিক স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, “এই প্রকল্প অনুমোদনের মাধ্যমে সরকার পাবনাবাসীর হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।” বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস বলেন, “এটি পাবনার জন্য একটি যুগান্তকারী খবর।”