Time's Of Dinajpur
প্রকাশের তারিখ: Nov 3, 2025 ইং
ছবির ক্যাপশন: ৩৫০টি ট্রাক্টর দিয়ে লিখা
বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করল এ সি আই মটরস্ লিমিটেড। সোমবার (২৭ অক্টোবর) দিনাজপুরে একযোগে ৩৫০ ইউনিট সোনালীকা ট্রাক্টর কৃষকদের হাতে তুলে দিয়ে প্রতিষ্ঠানটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পথে যাত্রা শুরু করেছে। “সোনালীকার বিশ্বজয়” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই মেগা-ইভেন্টকে দেশের কৃষি উন্নয়নের এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
দিনাজপুর জেলার গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ সি আই মটরস্ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুরত রঞ্জন দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেডের ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব সাক্সেনা। এছাড়াও উপস্থিত ছিলেন এ সি আই মটরস্ এর চীফ বিজনেস অফিসার মোঃ আসিফ উদ্দীন, দিনাজপুরের জেলা প্রশাসক মো: রফিকুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সোনালীকার সঙ্গে ১৮ বছরের সুদীর্ঘ যাত্রায় এ সি আই মটরস্ দেশের কৃষি যান্ত্রিকীকরণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের ট্র্যাক্টর বাজারে ৫০ শতাংশেরও বেশি মার্কেট শেয়ার নিয়ে নেতৃত্ব দিচ্ছে। এই আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি শুধু তাদের সাফল্য উদযাপন করেনি, বরং কৃষকদের প্রতি সম্মান ও উৎসাহের বার্তা পৌঁছে দিয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলেও খাতে উদ্যম ও উৎসাহের ঘাটতি রয়েছে। এ সি আই মটরস্ সেই ঘাটতি পূরণে দায়বদ্ধ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কৃষি ও কৃষকের মর্যাদা প্রতিষ্ঠাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠান শেষে ট্রাক্টর ক্রেতাদের জন্য একটি র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রথম পুরস্কার হিসেবে ঠাকুরগাঁওয়ের শফিকুল ইসলাম পেয়েছেন একটি ইয়ামাহা মোটরসাইকেল। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার শাহাজাহান—একটি রেফ্রিজারেটর। তৃতীয় পুরস্কার পেয়েছেন দিনাজপুরের মাহফুজুর রহমান—এ সি আই কোম্পানির সর্বাধুনিক একটি আইপিএস।
এই বিশ্ব রেকর্ড প্রচেষ্টা যেমন বাংলাদেশের কৃষকদের পক্ষ থেকে দেশের প্রতি একটি গৌরবময় উপহার, তেমনি এ সি আই মটরস্ এর পক্ষ থেকেও কৃষকদের প্রতি এক অনন্য সম্মান।