ছবির ক্যাপশন:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “একজন ব্যক্তি হিসেবে সোশ্যাল মিডিয়ায় থাকা যেতেই পারে, কিন্তু একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে এসব জায়গা এড়িয়ে চলা উচিত।”
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফেরার পথে বিমানবন্দরে কিছু উশৃঙ্খল জনতা ক্রিকেটার নাইম শেখসহ কয়েকজনকে নাজেহাল করে। এর জবাবে নাইম শেখ নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন, যা সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হয়। তবে কোচ সিমন্স এই ধরনের প্রতিক্রিয়া পছন্দ করেননি। তিনি বলেন, “আমি চাই না আমার খেলোয়াড়রা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছুর উত্তর দিক। মাঠে পারফরম্যান্সই হোক জবাব।”
বাংলাদেশ ক্রিকেটে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া নতুন কিছু নয়। খারাপ পারফরম্যান্সের পর সমালোচনার মুখে পড়লে অনেক ক্রিকেটার মাঠের বদলে অনলাইনে জবাব দেন। সিমন্স মনে করেন, জাতীয় দলের খেলোয়াড়দের উচিত এসব বিতর্ক থেকে দূরে থাকা এবং মাঠে নিজেদের প্রমাণ করা।
এছাড়া কোচ সিমন্স বর্ণবৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেন, “আমি বলব খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুতে যেন বর্ণবাদী সুর আনা না হয়। আপনি কোথা থেকে এসেছেন, তাতে আমার কিছু যায় আসে না। এর বর্ণবাদী অংশটি নিয়ে আমি বিরক্ত। জাকের আলী বা নাইম শেখের বিরুদ্ধে এটা ভালো নয়।”
সিমন্সের মন্তব্যে স্পষ্ট, তিনি খেলোয়াড়দের মাঠের বাইরে বিতর্কে না জড়িয়ে মাঠেই নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে উৎসাহিত করছেন। পাশাপাশি, তিনি সামাজিক ও নৈতিক মূল্যবোধ রক্ষায়ও দৃঢ় অবস্থান নিয়েছেন।