Time's Of Dinajpur
প্রকাশের তারিখ: Nov 3, 2025 ইং
ছবির ক্যাপশন: সংহতি সমাবেশ বক্তব্য রাখছেন গণঅধিকার পরিষদের দিনাজপুর জেলার সংহতি প্রকাশ
দিনাজপুরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত মহাসড়কের দুইধারে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের নামে নিরীহ জনগণকে বাস্তুচ্যুত ও সহায়সম্বলহীন করার অভিযোগে প্রতিবাদ ও সংহতি প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখা।
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৪টায় পুলহাট মোড়ে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের দিনাজপুর জেলা সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম আযম, সদর উপজেলার সভাপতি শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম এবং যুব অধিকার পরিষদের সভাপতি ইয়াকুব আলী ইমন। সমাবেশে স্থানীয় ব্যবসায়ীবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, দিনাজপুর থেকে খানপুর পর্যন্ত (জেড-৫৮০২) মহাসড়কের পাশে সড়ক বিভাগের উচ্ছেদ অভিযানের জন্য জারি করা গণবিজ্ঞপ্তির কোনো আইনানুগ ভিত্তি নেই। তারা জানান, উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হলে প্রায় এক হাজার জমির মালিক ক্ষতিগ্রস্ত হবেন, দুই হাজারের অধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে যাবে এবং প্রায় পাঁচ হাজার পরিবার বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় পড়বে।
বক্তারা আরও বলেন, সড়ক বিভাগ কর্তৃক পূর্বে পরিচালিত জরিপে বিভিন্ন প্রতিষ্ঠান, শিল্প ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়েছে। কিন্তু কোন জরিপের (সিএস, এসএ) ভিত্তিতে কত পরিমাণ জমি উচ্ছেদ হবে, তা স্পষ্টভাবে জানানো হয়নি। গণবিজ্ঞপ্তি জারি করে এবং মাইকিংয়ের মাধ্যমে উচ্ছেদ অভিযানের প্রচার চালানো হলেও ক্ষতিগ্রস্তদের কোনো বিকল্প ব্যবস্থা বা ক্ষতিপূরণের নিশ্চয়তা দেওয়া হয়নি।
গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখা এই উচ্ছেদ কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে বলেন, উন্নয়নের নামে সাধারণ জনগণকে বাস্তুচ্যুত করা যাবে না। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনানুগ ও মানবিকভাবে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।